ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে: জয়নুল আবেদীন

অাকাশ জাতীয় ডেস্ক: 

খালেদা জিয়ার আইনজীবীরা আইন জানেন না- আইনমন্ত্রীর এমন বক্তব্য দুঃখজনক ও হতাশাজনক বলে মন্তব্য করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন।

মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বার সভাপতি বলেন, আইনমন্ত্রী নিজেও একজন আইনজীবী ও বারের সদস্য। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। কাজেই তার কাছ থেকে দেশের মানুষ তথা আইনজীবীরা এ ধরনের বক্তব্য আশা করেন না। আমরা মনে করি, তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের আইনজীবীদের জন্য অপমানজনক। তার এই অপমানজনক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

কারাগারে স্থাপিত বিশেষ আদালতে আগামীকালের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা উপস্থিত থাকবেন কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জয়নুল আবেদীন।

‘আমাদের সঙ্গে ওই দিন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলীর মতো দেশবরেণ্য আইনজীবী ছিলেন। তারা প্রত্যেকেই এই বারের প্রতিষ্ঠিত আইনজীবী।’

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি ডা. গোলাম রহমান, সহসম্পাদক অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাসরিন আক্তারসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৯ সেপ্টেম্বর কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, সুপ্রিমকোর্টের সঙ্গে আলোচনা না করে কারাগারে আদালত স্থাপন করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারে না।

এই মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন- ‘আমি মনে করি, উনারা যদি এ রকম কথা বলে থাকেন, তা হলে উনারা আইন জানেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে: জয়নুল আবেদীন

আপডেট সময় ০৪:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

খালেদা জিয়ার আইনজীবীরা আইন জানেন না- আইনমন্ত্রীর এমন বক্তব্য দুঃখজনক ও হতাশাজনক বলে মন্তব্য করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন।

মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বার সভাপতি বলেন, আইনমন্ত্রী নিজেও একজন আইনজীবী ও বারের সদস্য। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। কাজেই তার কাছ থেকে দেশের মানুষ তথা আইনজীবীরা এ ধরনের বক্তব্য আশা করেন না। আমরা মনে করি, তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের আইনজীবীদের জন্য অপমানজনক। তার এই অপমানজনক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

কারাগারে স্থাপিত বিশেষ আদালতে আগামীকালের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা উপস্থিত থাকবেন কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জয়নুল আবেদীন।

‘আমাদের সঙ্গে ওই দিন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলীর মতো দেশবরেণ্য আইনজীবী ছিলেন। তারা প্রত্যেকেই এই বারের প্রতিষ্ঠিত আইনজীবী।’

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি ডা. গোলাম রহমান, সহসম্পাদক অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাসরিন আক্তারসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৯ সেপ্টেম্বর কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, সুপ্রিমকোর্টের সঙ্গে আলোচনা না করে কারাগারে আদালত স্থাপন করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারে না।

এই মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন- ‘আমি মনে করি, উনারা যদি এ রকম কথা বলে থাকেন, তা হলে উনারা আইন জানেন না।’