অাকাশ জাতীয় ডেস্ক:
স্ত্রী ও তিন বছরের ছোট মেয়ে হাসিকে নিয়ে সুখেই দিন কাটছিল ৩০ বছর বয়সী নিরবের। চলতি বছর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নিরব। এদিক-সেদিক ছুটে কোথাও কোনো ফল না পেয়ে ঢাকার মহাখালী ক্যানসার গবেষণা ইন্সটিটিউট হাসপাতালে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষায় ইফতেখার রোমান নিরবের শরীরের ব্লাড ক্যানসার ধরা পড়ে।
ডাক্তার জানান ‘বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট’ করতে হবে, বাংলাদেশে এ ধরনের ‘বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট’ করা যায় না। মাদ্রাজে চিকিৎসা করাতে হবে। এতে গুনতে হবে ২০ লাখ টাকা। হতাশ হয়ে পড়ে নিরবের পরিবার। নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের হাছানপুর গ্রামের মো. আমিন উল্যা ভুইয়ার ছেলে ইফতেখার রোমান নিরব। ২০১৬ সালে ঢাকা গাজীপুর সরকারি বদরে আলম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন।
সোমাবার ইফতেখার রোমান নিরব বলেন, আমার বাবার একমাত্র ভিটেজমি ছাড়া আর কিছুই নেই। আমার সুচিকিৎসা করতে নোয়াখালীসহ বিভিন্ন জেলার দানবীরদের সহযোগিতা ছাড়া হবে না।
অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের উদ্ধৃতি দিয়ে নিরব জানান, আগামী এক মাসের মধ্যে মাদ্রাজে চিকিৎসা না করলে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ইফতেখার রহমান নিরবের অসুস্থতার কথা শুনে নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী গত বৃহস্পতিবার নিরবের উন্নত চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দেন।
উন্নত চিকিৎসার জন্য নিরবের পরিবার নোয়াখালীসহ বিভিন্ন এলাকার শিল্পপতি ও দানবীরদের সহযোগিতা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: ব্যাংক এশিয়া, মাইজদি কোর্ট ব্রাঞ্চ, তাসলিমা বেগম, সঞ্চয়ী হিসাব নং-৬০৮৩৪০০১৯৪১, এছাড়া বিকাশে সাহায্য পাঠাতে মো. ইফতেখার রোমান নিরব- ০১৭৯৬৩৭৫৫৬৬।
আকাশ নিউজ ডেস্ক 
























