আকাশ বিনোদন ডেস্ক:
মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে নতুন চলচ্চিত্র তৈরি করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করবেন? আগেই জানানো হয়েছে, একটি রিয়েলিটি শোর মাধ্যমে ‘মাসুদ রানা’র জন্য একজনকে খুঁজে বের করা হবে।
এই চলচ্চিত্রগুলতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন কে, সেটা এখনো চূড়ান্ত নয়। এজন্য জাজ মাল্টিমিডিয়া থেকে ‘কে হবে মাসুদ রানা?’ শীর্ষক একটি রিয়্যালিটি শো’র আয়োজন করা হয়েছে। এতে নির্ধারিত নিয়ম অনুসারে আবেদন করে আগ্রহী যুবকেরা ‘মাসুদ রানা’র ভূমিকায় অভিনয়ের জন্য অডিশন দিতে পারবেন। সেই অডিশন থেকে বাছাই করা হবে কাঙ্ক্ষিত ‘মাসুদ রানা’কে।
‘মাসুদ রানা’কে খুঁজে বের করার এই কাজটি সম্পাদন করবেন ঢাকাই ছবির জনপ্রিয় দুই তারকা ফেরদৌস ও পূর্ণিমা। এই দু’জনকেই দেয়া হয়েছে বিচারকের দায়িত্ব। এরইমধ্যে তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 























