অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিবিসি’র লন্ডন অফিসের বাইরে একটি কমলা রঙের ভ্যানকে ঘিরে বোমা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশেপাশের রাস্তা বন্ধ করে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বম্ব স্কোয়াডের সদস্যরা।
বিবিসির ব্রডকাস্টিং হাউজের বাইরে তারা নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটিয়েছেন। স্থানীয় সময় দুপুরে পোর্টল্যান্ড প্লেসে বিবিসি অফিসের বাইরে পুলিশের একটি রোবটকে দেখা যায় ওই সন্দেহজনক ভ্যানের পেছনে বিস্ফোরক স্থাপন করতে। পুলিশ অফিসারদেরকে হেলমেট এবং ভেস্ট পরে ঘটনাস্থলে তৎপর দেখা যায়।
বিবিসির ভবনটি এখন পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। ভেতরের কর্মীরা যেমন বাইরে বেরোতে পারছেন না। তেমনি বাইরে থাকা কর্মীরাও ভেতরে প্রবেশ করতে পারছেন না। বর্তমানে পৃথিবীজুড়ে ইংরেজিসহ বিভিন্ন ভাষায় টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচার করা বিবিসি প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে।
আকাশ নিউজ ডেস্ক 

























