ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

জনসম্পৃক্ততা রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুধবারও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরবারে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে অনুষ্ঠানে পিজিআরকে ‘চেইন-অব-কমান্ড’ এর প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘পিজিআর এর মূল দায়িত্ব হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা। এটি একদিকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি তা স্পর্শকাতর।’

‘আজকে যারা জনপ্রতিনিধি তাদের সাথে রয়েছে সাধারণ জনগণের নিবিড় সম্পর্ক। তাই দায়িত্ব পালনকালে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।’

‘একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসেবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে। অতীত ও বর্তমানের সোপান বেয়েই আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে ভবিষ্যৎ সাফল্য অর্জন করতে হলে অতীত থেকেও শিক্ষা অপরিহার্য।’

বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘বৈশ্বিক নানা কারণে বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাস এখন আর কোনো একক দেশের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের সাথে সাথে বিশ্বজুড়ে সন্ত্রাস ও অপরাধের ধরনও পাল্টাচ্ছে।’

‘এই পরিস্থিতিতে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনাদেরও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণসহ তথ্যপ্রযুক্তি ও কৌশলগত উৎকর্ষ অর্জন করতে হবে। নিরাপত্তার ধরন হবে সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্ব এই রেজিমেন্টের ওপর।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি কেক কাটেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং পিজিআর সদস্যদের সঙ্গে ছবি তোলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

জনসম্পৃক্ততা রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৯:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুধবারও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরবারে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে অনুষ্ঠানে পিজিআরকে ‘চেইন-অব-কমান্ড’ এর প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘পিজিআর এর মূল দায়িত্ব হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা। এটি একদিকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি তা স্পর্শকাতর।’

‘আজকে যারা জনপ্রতিনিধি তাদের সাথে রয়েছে সাধারণ জনগণের নিবিড় সম্পর্ক। তাই দায়িত্ব পালনকালে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।’

‘একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসেবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে। অতীত ও বর্তমানের সোপান বেয়েই আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে ভবিষ্যৎ সাফল্য অর্জন করতে হলে অতীত থেকেও শিক্ষা অপরিহার্য।’

বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘বৈশ্বিক নানা কারণে বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাস এখন আর কোনো একক দেশের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের সাথে সাথে বিশ্বজুড়ে সন্ত্রাস ও অপরাধের ধরনও পাল্টাচ্ছে।’

‘এই পরিস্থিতিতে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনাদেরও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণসহ তথ্যপ্রযুক্তি ও কৌশলগত উৎকর্ষ অর্জন করতে হবে। নিরাপত্তার ধরন হবে সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্ব এই রেজিমেন্টের ওপর।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি কেক কাটেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং পিজিআর সদস্যদের সঙ্গে ছবি তোলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।