অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মনিরা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের হাজীর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরা ওই ইউনিয়নের উজির ধরণী গ্রামের মোজাফফর মিয়ার মেয়ে ও লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
বোনাড়পাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেন। বলেন, মনিরা সকালে রেললাইন দিয়ে যাওয়ার সময় মোবাইলে কথা বলছিল। এমন সময় ট্রেন এসে পড়লে সে ওই ট্রেনের নিচে কাটা পড়ে। পরে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মনিরার লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























