অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন সীমান্তে ইসরায়েলের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির কাঁটাতারের বেড়া বসাতে যাচ্ছে ভারত। দুই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এবং নজরদারি নিশ্ছিদ্র করতে এই বিশেষ বেড়া বসানো হবে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিএসএফ প্রধান দাবি করেছেন, ইসরায়েলি এ বেড়ায় নিজস্ব ‘কুইক রেসপন্স টিম’ মেকানিজম রয়েছে; যা অনুপ্রবেশ হওয়ামাত্র স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের সর্বত্র কাঁটাতারে মুড়ে ফেলতে উদ্যোগী হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদি সরকারের পরিকল্পনা অনুযায়ী, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস)।
ভারত সংলগ্ন বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে মোট প্রায় সাড়ে ৬,৩০০ কিলোমিটার এলাকা পাহারা দেয় বিএসএফ। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিএসএফ-এর মহাপরিচালক কে কে শর্মা দাবি করেন, নতুন সীমান্ত সুরক্ষা ব্যবস্থা তার দেশের নিরাপত্তার ক্ষেত্রে এক দৃষ্টান্তমূলক পরিবর্তন আনবে। তিনি বলেন, ‘সীমান্তে নজরদারি ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন মোড় আসছে। এখন পর্যন্ত আমরা সীমান্তজুড়ে পয়েন্ট ‘এ’ থেকে পয়েন্ট ‘বি’ পর্যন্ত টহল দিয়ে থাকি। এখন কুইক রিঅ্যাকশন টিমভিত্তিক ব্যবস্থা বসানোর পরিকল্পনা চলছে এবং এখন পর্যন্ত ব্যবহারের চেষ্টা করা হয়নি এমন একটি নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা করা হচ্ছে।’
তিনি জানান, ওই বিশেষ বেড়ায় লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ফিড (ভিডিও) সরাসরি চলে যাবে বর্ডার আউটপোস্টে। সেখানে মনিটর থাকবে এবং সবকিছু ভেসে উঠবে। মনিটরের মাধ্যমে সর্বক্ষণ নজরদারি চালানো হবে। অর্থাৎ, জওয়ানদের আর বেশি বাইরে পাহারা দিতে হবে না। আবার, নিরাপত্তাও বিঘ্নিত হবে না। শর্মা জানান, কোনও অনুপ্রবেশের চেষ্টা হলেই সঙ্গে সঙ্গে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সেই সংকেত মনিটরে পৌঁছে যাবে। তাছাড়া অনুপ্রবেশের সময় কাঁটাতারের সংস্পর্শে এলেই অ্যালার্ম বেজে উঠবে। সিস্টেম জানিয়ে দেবে, ঠিক কোথায় অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। নিকটবর্তী পোস্ট থেকে বাহিনী পাঠিয়ে তার ব্যবস্থা নেওয়া হবে।বেড়াগুলো ইসরায়েল থেকে আনা উল্লেখ করে বিএসএফ প্রধান বলেন, ‘প্রকৃতপক্ষে সেখানে (ইসরায়েল) যা যা ব্যবহৃত হচ্ছে সেগুলোর সর্বশেষ সংস্করণই আনছি আমরা।’
সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, এরইমধ্যে জম্মুতে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি জায়গায় এই নতুন ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। আরও চারটি জায়গায় এই বিশেষ সিস্টেম বসানো হবে। সেগুলি হলো- ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামে ভারত-বাংলাদেশ সীমান্ত এবং গুজরাটে ভারত-পাকিস্তান সীমান্ত।
আকাশ নিউজ ডেস্ক 
























