অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ শ্রমিক সিলেটের উদ্দেশে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌঁছালে ট্রাক দুটির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।
আহতদের মধ্যে ৩৫ জনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা সেখানে চিকিৎসাধীন।
আকাশ নিউজ ডেস্ক 
























