অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৬ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ব্র্যাক মোড়সংলগ্ন বাঁশকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল আলম জানান , আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৪২২) ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিল। পথে বাঁশকাটা নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে।
পরে খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ, হাইওয়ে থানার পুলিশ, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর ১৬ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আকাশ নিউজ ডেস্ক 
























