অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরের বেনাপোলে পরকীয়ায় জড়িয়ে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন খাতুনকে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী নাজমুল। রোববার রাতে পোর্ট থানার বড়আচঁডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন খাতুন (২৫) বড়আচঁডা গ্রামের শফিউর রহমানের মেয়ে। পুলিশ ও গ্রামবাসী জানায়, স্ত্রী থাকার পরও প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাজমুলের। ১৫ দিন আগে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যান নাজমুল।
অনেক খোঁজাখুঁজি করে নাজমুল ও ওই মেয়েকে ফিরিয়ে এনে গ্রাম্য সালিশের মাধ্যমে নাজমুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সব ঘটনা নিয়ে শারমিনের সংসারে অশান্তি চলছিল। ঘটনার দিন শারমিনের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথাকাটাকাটি হলে নাজমুল শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার পর নাজমুলের মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন জানান, গ্রামবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর রিপোর্ট দেখে বোঝা যাবে শারমিনকে কীভাবে হত্যা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























