অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের গোবিন্দগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার এসআই আশুতোষ বর্মন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দুই কন্যা পরিবহনের একটি বাস রংপুর যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী মায়ের আশীর্বাদ পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। তবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























