ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

লক্ষ্মীপুরে স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে জান্নাতুল মাওয়া (২৫) নামের এক স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জান্নাত সদর উপজেলার হোসেনপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে। তিনি লক্ষ্মীপুর হলি গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে জান্নাত শহরের হাসপাতাল সড়কের লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে আসছেন। তিনি বিয়ে করেননি। তিনি তার ভাই তারেক হোসেনের সঙ্গে হাসপাতাল সড়কের নুর ভবনে ভাড়া বাসায় থাকেন।

মঙ্গলবার রাতে তিনি বিষপান করেছেন জানিয়ে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, জান্নাতের সঙ্গে প্রতিষ্ঠানের এক শিক্ষকের পরকীয়া চলছিল। এর জের ধরে তিনি বিষপানে আত্মহত্যা করতে পারেন।

অন্যদিকে বিষপানের বিষয়টি অস্বীকার করে শিক্ষিকার ভাই তারেক হোসেন বলেন, জান্নাতের বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি কয়েকবার বমি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর হলি গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম সুমন বলেন, স্কুল দুদিন ধরে বন্ধ রয়েছে। শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। তবে স্কুলের কোনো শিক্ষকের সঙ্গে তার পরকীয়া ছিল বলে আমার জানা নেই।

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, বিষপান অবস্থায় জান্নাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। কয়েকবার বমি করেছে। পরে তার মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি লোকমান হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

লক্ষ্মীপুরে স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে জান্নাতুল মাওয়া (২৫) নামের এক স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জান্নাত সদর উপজেলার হোসেনপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে। তিনি লক্ষ্মীপুর হলি গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে জান্নাত শহরের হাসপাতাল সড়কের লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে আসছেন। তিনি বিয়ে করেননি। তিনি তার ভাই তারেক হোসেনের সঙ্গে হাসপাতাল সড়কের নুর ভবনে ভাড়া বাসায় থাকেন।

মঙ্গলবার রাতে তিনি বিষপান করেছেন জানিয়ে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, জান্নাতের সঙ্গে প্রতিষ্ঠানের এক শিক্ষকের পরকীয়া চলছিল। এর জের ধরে তিনি বিষপানে আত্মহত্যা করতে পারেন।

অন্যদিকে বিষপানের বিষয়টি অস্বীকার করে শিক্ষিকার ভাই তারেক হোসেন বলেন, জান্নাতের বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি কয়েকবার বমি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর হলি গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম সুমন বলেন, স্কুল দুদিন ধরে বন্ধ রয়েছে। শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। তবে স্কুলের কোনো শিক্ষকের সঙ্গে তার পরকীয়া ছিল বলে আমার জানা নেই।

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, বিষপান অবস্থায় জান্নাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। কয়েকবার বমি করেছে। পরে তার মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি লোকমান হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।