অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র কাবা ঘরের ছাদ থেকে মেঝের ওপর লাফিয়ে পড়ে বিদেশি এক নাগরিক আত্মহত্যা করেছে। খবর আল-আরাবিয়া।
মক্কা পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, বিদেশি ওই নাগরিক গতকাল (শুক্রবার) রাত ৯টা ২০ মিনিটের সময় লাফ দেয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ‘দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া, আত্মহত্যাকারী ব্যক্তি কোন দেশের নাগরিক এবং তার আত্মহত্যার কারণ কী এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’
কাবা ঘরের ছাদ থেকে কেউ যাতে না পড়ে যায় সেজন্য চারদিকে শক্ত বেড়া দেয়া রয়েছে। তারপরও কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 





















