অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় দিনমজুর পরিবারের নারীসহ ১০ জন গুরুতর হয়েছেন। এ সময় দিনমজুর তহিরের দুটি আঙুল কেটে ফেলে তারা। গুরুতর জখম পাঁচজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের এ ঘটনায় বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলেয়া বেগম বাদী হয়ে ইব্রাহিম ও আদম আলীসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আলেয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত হাবিব উল্যার ছেলে ইব্রাহিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে দিনমজুর তহিরের। রোববার পুকুরে গোসল করায় ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজন লোক লোহার রড, লাঠি ও ছেনি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আলেয়া বেগম, তহির, সুজন, হুমায়ুন কবিরসহ ১০ জনকে আহত করে।
এ সময় ইব্রাহিম ও তার লোকজন মরিচের গুঁড়ো মেশানো পানি চোখে ছিটিয়ে আহত দিনমজুর তহিরের দুটি আঙুল কেটে ফেলে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ইব্রাহিমের লোকজন পালিয়ে যায়।
অভিযুক্ত ইব্রাহিম ও আদমআলীসহ অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























