অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইদের হাতে ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আজাহার আলী (৬০)। বৃহস্পতিবার বিকালে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ বাধে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজাহার আলীর সঙ্গে তার আপন ভাই আব্দুল জলিল ও বাবুলের সঙ্গে আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।
বৃহস্পতিবার বিকালে আজাহার আলী ও তার স্ত্রী ওই জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে তার ভাই আবদুল জলিল এবং বাবুল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আজাহার আলী ও তার স্ত্রী আলেয়া বেগম আহত হন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজাহার আলীর অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগমও গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। তাকে ঢাকা উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























