অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শাকিল মিয়া নামে এক সিএনজিচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের হামুয়া নামক স্থানের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাকিল (১৭) শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুমান গ্রামের মুসলিম মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, গত শুক্রবার সিএনজিসহ নিখোঁজ হন শাকিল মিয়া। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো হদিস পাননি।
রোববার দুপুরে স্থানীয়রা ডোবায় তার লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সিএনজি ছিনতাই করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























