অাকাশ জাতীয় ডেস্ক:
প্রেমের ফাঁদে ফেলে এক ক্লিনিকের কর্মীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর তানোর উপজেলায় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে এক নারী (২৮) বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত যুবকের নাম রাসেল উদ্দিন (৩২)। তিনি উপজেলার আমশো গ্রামের আবদুল হামেদের ছেলে। মামলার বাদী ওই নারীর বাড়ি একই উপজেলায়। তিনি রাসেলের বাড়ির পাশের একটি ক্লিনিকের কর্মী হিসেবে কাজ করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, বাড়ির পাশে চাকরির সুবাদে ওই নারীর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর রাসেল প্রায়ই ওই নারীকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করতেন। একপর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন।
তখন রাসেলের চাপে গর্ভের সন্তান নষ্ট করেন ওই নারী। পরে রাসেল তাকে আর বিয়ে করেননি। উল্টো এখন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাই থানায় ধর্ষণের মামলা করেছেন ওই নারী। মামলার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























