অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারে বাবা-মা কাজের সন্ধানে বাড়ির বাইরে যাওয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে মামুন মিয়া নামে এক যুবক। এ ঘটনায় মামুন মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত মামুন মিয়া (২০) ঠাকুরগাঁও জেলার রানিশংকর থানার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বুধবার ওই শিশুকে তেঁতুলঝোড়া ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় নিজ ভাড়া বাড়িতে রেখে তার বাবা-মা কাজে চলে যান। এ সময় প্রতিবেশী মামুন ওই শিশুকে ফুসলিয়ে তাকে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা বাড়িতে এলে ধর্ষণের বিষয়টি খুলে বলে সে।
শুক্রবার দুপুরে এলাকাবাসী ধর্ষণকারী মামুনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে। সাভার মডেল থানার এসআই শ্যামল কুমার জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























