অাকাশ জাতীয় ডেস্ক:
উজানের ঢল ও অবিরাম ভারি বর্ষনে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় বিস্তর্ন এলাকা জুড়ে প্লাবিত হয়েছে। জেলার ১১টি নদ- নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বন্দি অবস্থায় দিন যাপন করছে কমপক্ষে জেলার ১৫ হাজার মানুষ। ২ সহস্রাধিক ঘরবাড়ি বিনষ্ট হয়েছে।

পানিতে নিমজ্জিত হয়েছে আউশ রোপা আমন ধান,তুলা শাক সবজি,মরিচ সহ বিভিন্ন ফসল । নয় টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ সব কেন্দ্র ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যা দূর্গত মানুষ আশ্রয় নিয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ, আনসার, বিজিবি, দমকল বাহিনী ও সেনা বাহিনীর সদস্যরা। শনিবার রাত ১১টা পর্যন্ত উদ্ধার কাজে সহযোগীতা করেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী সদস্যরা।
মহসিন হোসেন মিতুল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























