অাকাশ জাতীয় ডেস্ক:
নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত সোনালী সম (২২) সাদাপুর গ্রামের হারাধনের স্ত্রী। আটক হারাধন (২৫) সাদাপুর গ্রামের শিরিষ কুজুর ছেলে।
মঙ্গলবার দুপুরে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে সোমবার বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত দেড় বছর আগে হারাধনের সঙ্গে নিহত সোনালীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোনালীকে নির্যাতন করত হারাধন। ঘটনার দিন হারাধন নিজ গৃহে সোনালীকে শ্বাসরোধ করে হত্যা করে অসুস্থ বলে অপপ্রচার চালায়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে স্থানীয়রা সোনালীর বাবাকে জানায়। সংবাদ পেয়ে সোনালীর বাবা ছুটে এসে দেখেন তার মেয়ে সোনালী আর নেই। এ সময় সোনালীর গলায় কালো দাগের চিহ্ন দেখা যায়। বিষয়টি নিয়ে সোনালীর বাবার সন্দেহ হলে হারাধন পালানোর চেষ্টা করে। এমন ঘটনায় স্থানীয় জনতা হারাধনকে আটক করে পুলিশে খবর দেয়।
মামলার বাদী সোনালীর বাবা নরেশ তিগ্গা জানান, “ তিনি পার্শ্ববর্তী একটি গ্রামে কাজে করছিলেন। মেয়ের অসুস্থতার খবর পেয়ে তিনি দ্রুত মেয়ের বাড়ি ছুটে গিয়ে দেখেন মেয়ে সোনালী বেঁচে নেই। এ সময় সোনালীর গলায় কালো দাগের চিহ্ন দেখতে পান তিনি।”
এ ঘটনায় নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























