ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসিরুল মুলক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক বিচারপতি নাসিরুল মুলককে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা খুরশিদ শাহ দেশটির প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সোমবার এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিচারপতি মুলকের হাতে তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্ব হস্তান্তর করা হবে।-খবর জিও নিউজের। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এক বৈঠকের পর বিচারপতি মুলককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে একমত হন।

শহীদ খাকান আব্বাসী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক ভূমিকা পালন করতে পারবেন এমন একজনকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছি।

তিনি বলেন, প্রতিটি নাম নিয়ে আমরা আলোচনা করেছি। অবশেষে তার ব্যাপারে আমরা একমত হতে পেরেছি। কারণ তিনি এমন এক ব্যক্তি যার বিরুদ্ধে কেউ অভিযোগ তুলতে পারবে না।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও গণতন্ত্রের জন্য আজকের দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারায় আমরা খুবই খুশি।

তত্ত্বাবধায়ক প্রধান নিয়োগে সবচেয়ে বেশি ভূমিকা রাখায় জাতীয় পরিষদের স্পিকারকে ধন্যবাদ দিয়ে খুরশিদ শাহ বলেন, একজন বিশ্বাসযোগ্য ও মর্যাদাসম্পন্ন ব্যক্তির নাম ঘোষণা করা আমাদের জন্য কঠিন ছিল। আমরা এমন একজনকে খুঁজে বের করতে চেষ্টা করেছি, যাকে পার্লামেন্ট মেনে নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসিরুল মুলক

আপডেট সময় ০১:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক বিচারপতি নাসিরুল মুলককে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা খুরশিদ শাহ দেশটির প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সোমবার এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিচারপতি মুলকের হাতে তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্ব হস্তান্তর করা হবে।-খবর জিও নিউজের। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এক বৈঠকের পর বিচারপতি মুলককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে একমত হন।

শহীদ খাকান আব্বাসী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক ভূমিকা পালন করতে পারবেন এমন একজনকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছি।

তিনি বলেন, প্রতিটি নাম নিয়ে আমরা আলোচনা করেছি। অবশেষে তার ব্যাপারে আমরা একমত হতে পেরেছি। কারণ তিনি এমন এক ব্যক্তি যার বিরুদ্ধে কেউ অভিযোগ তুলতে পারবে না।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও গণতন্ত্রের জন্য আজকের দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারায় আমরা খুবই খুশি।

তত্ত্বাবধায়ক প্রধান নিয়োগে সবচেয়ে বেশি ভূমিকা রাখায় জাতীয় পরিষদের স্পিকারকে ধন্যবাদ দিয়ে খুরশিদ শাহ বলেন, একজন বিশ্বাসযোগ্য ও মর্যাদাসম্পন্ন ব্যক্তির নাম ঘোষণা করা আমাদের জন্য কঠিন ছিল। আমরা এমন একজনকে খুঁজে বের করতে চেষ্টা করেছি, যাকে পার্লামেন্ট মেনে নেবেন।