অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে অটোরিকশা উল্টে বিল্পব চন্দ্র পাল নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত স্কুলশিক্ষক চুনারুঘাট উপজেলার কাজিরখিল গ্রামের জহুর লাল চন্দ্র পালের ছেলে। তিনি সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের কম্পিউটার শিক্ষক হিসাবে দায়িত্ব পাল করে আসছিলেন।
সানশাইন স্কুলের সিনিয়র শিক্ষক কাদির চৌধুরী বাবুল জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশায় মিরপুর থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন বিপ্লব। পথিমধ্যে সদর উপজেলার সুঘর নামক স্থানে চালকের অদক্ষতার কারণে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনিসহ কয়েকজন আহত হন।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিল্পব চন্দ্র পালকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোররাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আকাশ নিউজ ডেস্ক 
























