অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে পিকআপ চাপায় শাহাদৎ হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদৎ হোসেন (৪০) কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, ভ্যানচালক শাহাদৎ সীমান্ত বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























