অাকাশ জাতীয় ডেস্ক:
ফুটবল খেলতে গিয়ে সিলেটে বজ্রপাতে তিন সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মীরেরগাঁওয়ের জিলকার হাওরে বজ্রপাতে মারা যান তারা।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার মিরের গাঁও গ্রামের বদই আলীর ছেলে আব্দুল আমিন (২০), বাবুল মিয়া (১২) ও ইমন (৮)।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম দৈনিক আকাশকে জানান, সন্ধ্যা ৬টার দিকে তারা বাড়ির পাশে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তিনজনকেই মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























