অাকাশ জাতীয় ডেস্ক:
সুনামগঞ্জ সদর উপজেলায় গলায় ছুরি ধরে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ করেছে সুহেল মিয়া (২৬) নামে এক যুবক। এ ঘটনায় বুধবার সকালে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন ওই নারীর বাবা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ির বারান্দায় মোবাইল ফোনে কথা বলছিল ওই নারী। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৌরারং ইউনিয়নের দামপাড়া গ্রামের গোলাম মোস্তাফার ছেলে সুহেল মিয়া ওই নারীর মুখ চেপে ধরে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
এ সময় ওই নারী চিৎকার দিতে চাইলে তার গলায় ছুরি ধরে খুন করে পাশের খালে ফেলে দেয়ার হুমকি দেয় সুহেল। পরে ওই নারী বাড়িতে ফিরে তার আত্মীয়স্বজনকে ঘটনাটি জানায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বিকালে দৈনিক আকাশকে বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটির বাবা বাদী মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























