অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোররাতে ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকায় অজ্ঞাতনামা তরুণীটি ট্রেনে কাটা পড়ে। সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শায়েস্তগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তরুণীর পরিচয় জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























