অাকাশ জাতীয় ডেস্ক:
২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার পর এ বিষয়ে ইউরোপীয় কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি বলেন, তাদের এ ‘প্রতারণাপূর্ণ’ অবস্থান কোনোভাবেই বিশ্বাস করা যায় না।
আলী আকবর বেলায়েতি রোববার বলেন, যখন ইউরোপের কিছু কর্মকর্তা পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে তারা দাবি করছে তখন ইইউ জোট এ বিষয়ে ইরানকে কোনো নিশ্চয়তা দিচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে অস্বীকৃতি জানাচ্ছে।
বেলায়েতি আরো বলেন, “ইউরোপের কিছু কর্মকর্তা বলছে যে, তারা যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়াতে পারবে না এবং পরমাণু সমঝোতা বিষয়ে ইরানকে কোনো ধরনের গ্যারান্টি দিতেও রাজি নন।
তিনি বেলেন, ইউরোপের কর্মকর্তাদের এসব পরস্পর বিরোধী বক্তব্য সন্দেহের সৃষ্টি করছে। আমরা আশা করি ইউরোপের সঙ্গে আলোচনায় আমাদের কর্মকর্তারা তাদের কাছ থেকে প্রয়োজনীয় গ্যারান্টি নেবেন। আর যাইহোক ইউরোপের কর্মকর্তাদের এসব প্রতারণাপূর্ণ অবস্থানের প্রতি কোনোভাবেই আস্থা রাখা যায় না।
আকাশ নিউজ ডেস্ক 
























