অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গত সপ্তাহে ইসরাইলি সেনাদের হামলায় নিহত ৬৪ ফিলিস্তিনি পরিবারের জন্য সাহায্যের জন্য তহবিল গঠন করতে যাচ্ছে তুরস্ক। খবর ডেইলি সাবাহ।
শনিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আকদ ‘প্যালেস্টাইনের জন্য আশা করুন’ শিরোনামে মানিবক সহায়তার ঘোষণা দেন।
ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দান করে অথবা একটি পাঠ্য বার্তা প্রেরণ করে ফিলিস্তিনিদের সহায়তার জন্য তুরস্কের জনগণকে আহ্বান জানান।
আকদ বলেন, তুর্কির দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার চিকিৎসা সহায়তা পাঠাতে এই প্রকল্পে সহযোগিতা করবে।
তিনি বলেন, প্রায় ১১ কোটি টাকা মূল্যের ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় পাঠাবে। গত সোমবার ইসরাইলি সেনাদের হাতে অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত ও শতাধিকের চেয়ে বেশি আহত হয় গাজা ইসরাইল সীমান্তে।
আকাশ নিউজ ডেস্ক 

























