অাকাশ জাতীয় ডেস্ক:
বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে সেতুর ১৫ ও ১৬নং পিলারের মাঝামাঝি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে- কোনো যানবাহনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহতের মাথা থেঁতলে গেছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। দুপুরের দিকে লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























