অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। হ্যারিস কাউন্টি শেরিফ এড গনজালেজ বলেছেন, নিহতদের অধিকাংশই সান্তা ফি হাইস্কুলের শিক্ষার্থী।
সিবিএস নিউজ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ১৭ বছর বয়সী দিমিত্রিওস প্যাগোরটিস। স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বের সান্তা ফে হাই স্কুলে গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের স্কুলে ধারাবাহিকভাবে গুলিবর্ষণে রক্তপাতের তালিকায় সর্বশেষ যুক্ত হল এই স্কুল। গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার একটি হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ শিক্ষক-শিক্ষার্থী নিহত হলে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছিল।
সংবাদ সম্মেলনে গনজালেজ বলেন, সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অপর আরেকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা পুরো স্কুলভবন তল্লাশি চালিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সকাল ৮টার আগে সান্তা ফে স্কুলে গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
ঘটনার পর ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। টেলিভিশন সম্প্রচারে সারিবদ্ধ হয়ে স্কুল ভবন থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে দেখা যায়। হামলার পর স্কুলপ্রাঙ্গণ ও পাশের এলাকা থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে শহরের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
লেইলা বাটলার নামের একজন শিক্ষার্থী স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলেন, সকাল পৌনে ৮টায় স্কুলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তখন শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে বেরিয়ে আসেন। কয়েকজন শিক্ষার্থী গুলির শব্দ শোনার কথা জানালে অন্য শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের পাশে গিয়ে আশ্রয় নেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























