অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে না পারায় জাতিসংঘ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘ শেষ (ফিনিশড) হয়ে গেছে।
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অবরুদ্ধ গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরাইল যেসব বর্বরতা চালিয়েছে সে বিষয়ে জাতিসংঘ কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ সময় এরদোগান ইসরাইলি আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করেন।
উল্লেখ্য, গত সোমবার তেল আবিব থেকে যুক্তরাষ্ট্র নিজেদের দূতাবাস ফিলিস্তিনের জেরুজালেমে সরিয়ে নেয়। এ সময় ফিলিস্তিনিরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে ইসরাইলি সেনারা গুলি চালিয়ে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে।
আকাশ নিউজ ডেস্ক 

























