অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধা শহরে তরুণীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার শহরের কলেজ রোডের জেলা পরিষদ সংলগ্ন একটি ঘর থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক ওবায়দুল মুন্না সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিণসিংহা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। এ ঘটনায় মুন্নাকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করেছেন নির্যাতিতা।
স্থানীয় লোকজন ও র্যাব জানায়, দেড় বছর আগে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের ওই ছাত্রীর সঙ্গে প্রেম ও বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে তোলে ওবায়দুল।
কিছুদিন আগে সে বিয়ে করে ফেললে প্রেমিকা তরুণী তাকে এড়িয়ে চলতে শুরু করে। তখন ওবায়দুল আবারও নানা প্রলোভনে ও ধারণকৃত ভিডিও দেখিয়ে প্রেমিকাকে তার কাছে আসতে বাধ্য করে।
আশপাশের লোকজন জানান, সোমবার সকালে ওবায়দুল তরুণীকে নিয়ে ওই ঘরে ঢুকে শাটার নামিয়ে দেয়। এ সময় বিষয়টি আঁচ করে ঘরে তালা লাগিয়ে পার্শ্ববর্তী র্যাব ক্যাম্পে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে র্যাব সদস্যরা এসে ওবায়দুল ও মেয়েটিকে হাতেনাতে ধরে ফেলে।
র্যাব কর্তৃপক্ষ জানায়, ওবায়দুলের মোবাইল ফোন ও ক্যামেরায় ধর্ষণের ফুটেজ পাওয়া গেছে। তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























