অাকাশ জাতীয় ডেস্ক:
নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসচাপায় কাজল কুমার (৩৪) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার মৈনম ইউনিয়নের বদ্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল কুমার উপজেলার ভারশোঁ গ্রামের বীরেন্দ্রনাথের ছেলে ও মৈনম বহুমুর্খী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কাজল কুমার স্কুলের উদ্দেশে রওনা দেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কে রাজশাহীগামী একটি বাস বদ্দপুর মোড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























