অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শংকরপাশা গ্রামে আসলাম খলিফা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আসলাম দক্ষিণ শংকরপাশা গ্রামের মৃত হাবিবুর রহমান খলিফার ছেলে।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, রাতে স্থানীয় বৌডুবি বাজার থেকে বাড়ি ফিরছিলেন আসলাম। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনের একটি ধানক্ষেতে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।