অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামে শুক্রবার সিঁধেল চোর সন্দেহে ইয়াছিন মিয়া নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে এ গণপিটুনির ঘটনায় গুরুতর আহত ইয়াছিন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান। নিহত ইয়াছিন আলী একই উপজেলার তাজপুর-বনখুর এলাকার ওসির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানান, জয়পুরহাট সদর উপজেলার তাজপুর-বনখুর গ্রামের বাসিন্দা ইয়াছিন মিয়া শুক্রবার ভোরে পার্শ্ববর্তী ছোট যমুনা নদীর ওপারের ঘাসুরিয়া গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এ সময় তার কাছে চুরি করার যন্ত্রপাতি পেয়ে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এ খবর জানতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুস সেখানে যান।
তাকে উদ্ধার করে দুপুরে মুমূর্ষু অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার পর বিকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























