অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার চেষ্টা ঠেকিয়ে দিয়েছিল দেশটির ফেডারেল সিকিউরিটি ফোর্স (এফএসবি)। বুধবার (৯ মে) রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়।
ওই দিন কয়েক লাখ মানুষের অংশগ্রহণে শুরু হওয়া বিজয় দিবসের প্যারেডে সন্ত্রাসী হামলার চেষ্টা সত্যতা নিশ্চিত করেছেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সেরোমটভ। রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম আরটি শুক্রবার এ সংবাদ প্রকাশ করেছে।
আরটির খবরে দেশটির সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, প্যারেডের আগে কয়েকটি সন্ত্রাসী গ্রুপকে আটক করা হয়। তারা প্যারেডে শক্তিশালী বিস্ফোরণের চেষ্টা করছিল।
আকাশ নিউজ ডেস্ক 




















