অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রাম-৩ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী আগেই মারা গেছেন।
প্রবীণ এই সাংসদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তার মৃত্যুর খবরে নির্বাচনী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মাঈদুল ইসলাম ১৯৪০ সালের ২৯ মে আসামের কোকড়াডাঙ্গার সুখেরচরে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবুল কাসেম ছিলেন পাকিস্তান আন্দোলনের সক্রিয় নেতা, পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য এবং পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।
মাঈদুল ইসলাম ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কাসেম গ্রুপের প্রতিষ্ঠাতা।
মাঈদুল ইসলাম ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে যোগদান করেন। তিনি জিয়াউর রহমানের খুব আস্থাভাজন ছিলেন। তাই জিয়াউর রহমান তাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। যদিও মাঈদুল ছিলেন মন্ত্রিপরিষদের সবার চেয়ে বয়সে ছোট।
জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায়ও মন্ত্রী হিসেবে তাকে নিযুক্ত করা হয়। এ মন্ত্রিসভায় ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ছাড়াও নব-গঠিত জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপর অর্পিত হয়। পরে তিনি এরশাদ সরকারের মন্ত্রিসভায়ও যোগ দেন।
আকাশ নিউজ ডেস্ক 

























