অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলে দুই যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার টাঙ্গাইল আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম এই আদেশ দেন। এছাড়া ঘাটাইল আমলি আদালত এক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় এমপি রানাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়ার পর বিচারক আরিফুল ইসলাম ওই মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এমপি আমানুর রহমান খান রানা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের পর থেকে তিনি কারাগারে আছেন।
টাঙ্গাইল সদর আমলি আদালতে যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এমপি রানাকে গত বুধবার গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।
পরে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ এমপি রানাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
বৃহস্পতিবার সকালে আদালতে এমপি রানার উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ আল মাসুম বিকালে দুই দিনের রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে ঘাটাইল আমলি আদালতে এমপি রানাকে ঘাটাইল জিবিজি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামছুল ইসলাম গত ৩ মে এই মামলায় এমপি রানাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছিলেন।
বৃহস্পতিবার শুনানি শেষে ওই আদালতের বিচারক আরিফুল ইসলাম রানাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে এমপি রানার আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
দুটি মামলার শুনানি শেষে দুপুরে এমপি রানাকে কড়া পুলিশ পাহারায় গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















