অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর যুবলীগ নেতা মো. সাদেকুর রহমানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার হালুয়াঘাট রোডে ফুলপুর খাদ্য গোদাম মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাদেকুর রহমান সন্ধ্যায় রিকশাযোগে গোদারিয়া গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। হালুয়াঘাট রোডে ফুলপুর খাদ্য গোদাম মোড়ে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রামদা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ফুলপুর থানার ওসি একেএম মাহবুবুল আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার খাদ্য গোদাম মোড়ে সাদেকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























