অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে জনগণকে সাথে না পেয়ে, অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনগঞ্জের টোল প্লাজায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে চক্রান্তের পথ অবলম্বন করছে বিএনপি। তারা অন্ধ গলি দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনে জিততে পারবে না জেনে তারা ভাবছে আদালত ও বিদেশিরা তাদের ক্ষমতায় নিয়ে যাবে।
সংবিধানের ষোড়শ সংশোধনীর পর আওয়ামী লীগকে সরকার থেকে পদত্যাগ করা উচিৎ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, সংশোধনীতে অনেক কিছুই আছে। তারা না পড়েই এসব কথা বলে যাচ্ছেন। আমি সংশোধিত সাতশ’ ৮৯ পৃষ্ঠার পুরোটাই পড়বো। তারপর এ বিষয়ে মন্তব্য করবো।