অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন সামরিক বাহিনী থেকে হিজড়াদের অপসারনের প্রস্তাবের প্রতিবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। খবর ডয়েচেভেলের। ওয়াশিংটন ডিসির জেলা আদালতে বুধবার হিজড়াদের পক্ষে দু`টি মানবাধিকার সংগঠন মামলাটি দায়ের করে।
মামলার আর্জিতে বলা হয়, সেনাবাহিনী থেকে হিজড়াদের বের করে দেয়ার ট্রাম্পের এ প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক। পেন্টাগনে বিষয়টি নিয়ে আলোচনা না করেই এক টুইট বার্তায় হিজড়াদের সামরিক বাহিনী থেকে অপসারনের প্রস্তাব করেন ট্রাম্প।
আকাশ নিউজ ডেস্ক 
























