অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারে এক নারী পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্তসহ ৩ জনকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যার পর সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লা থেকে অভিযুক্ত মামুন, সোহাগ এবং বারেককে আটক করা হয়।
এই প্রসঙ্গে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইবনে ফরহাদ জানান, সাভারের নামা গেন্ডা ময়লার মোড়ের মহল্লায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন ওই নারী। বৃহস্পতিবার রাতে কাজ শেষে কারখানা থেকে বাসায় ফিরে আসার
পর স্থানীয় ৭ বখাটে ওই নারীকে বাসা থেকে তুলে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে আটক ওই ৩ বখাটে বাকিদের সহযোগিতায় ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ছেড়ে দেয়।
ওই নারী শুক্রবার সন্ধ্যায় সাভার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে।
ধর্ষণের শিকার ওই নারীকে শনিবার মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























