অাকাশ জাতীয় ডেস্ক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। মেধাবীরা যাতে ঝরে না পড়ে সেজন্য সারাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের চিহ্নিত এবং তাদের উৎসাহিত করতে ২০১৩ সাল থেকে ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’চালু করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৮ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘জ্ঞান ও প্রযুক্তি শুধু আমদানি নয়, রফতানি করতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সৃজনশীল মেধাবী নতুন প্রজন্ম গড়ে তোলা, যারা দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।’
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি কাজের উপযোগী দক্ষ লোক তৈরি করার পাশাপাশি আমরা ভাল মানুষ তৈরি করতে হবে, যাতে তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে।’
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং মাউশি অধিদপ্তরের পরিচালক ড. আব্দুল মালেক।
আকাশ নিউজ ডেস্ক 






















