অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের বাছাই পর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মে। জর্জিয়া অঙ্গরাজ্যের নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল সিটি নিয়ে গঠিত জর্জিয়ার নির্বাচনী এলাকা ডিসট্রিক্ট-৫ এ ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিয়ে স্টেট সিনেটর পদে প্রাথমিক বাছাই পর্বে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শেখ মোজাহিদুর রহমান চন্দন ওরফে শেখ রহমান।
ইতোমধ্যে তার নির্বাচনী এলাকা জর্জিয়ায় ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কে গত শনিবার অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার, ‘আসাল’-এর উদ্যোগে একটি গণসংযোগ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্তোরাঁয় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কংগ্রেস ওম্যান গ্রেস মেং। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহউদ্দিন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় কমিটির প্রেসিডেন্ট ড. একেএ মোমেন, কমিউনিটি লিডার মোর্শেদ আলম, ফখরুল আলম, খোরশেদ খন্দকার, গিয়াস আহমেদ, হাসানুজ্জামান হাসান, করিম চৌধুরী, আসালের জর্জিয়া চ্যাপ্টারের সভাপতি এবং শেখ রহমানের ক্যাম্পিং ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন, একেএম নুরুল হক এবং সাংবাদিক মাহফুজুর রহমান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























