অাকাশ জাতীয় ডেস্ক:
শেরপুরে শ্রীবরদী পৌর শহরের চালহাটিতে অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।
প্রত্যক্ষদর্শী জানানা, শ্রীবরদী শহরের চালহাটির ব্যবসায়ী নজরুল ইসলামের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় পাশের সেলিম মিয়ার লেপ-তোষকের দোকান, রিফাত ট্রেডার্স, ওয়াজকুরুনি ট্রেডার্স, জাবেদ ইলেকট্রনিক্স, সুলাইমান ট্রেডার্স, সিফাত ট্রেডার্সের মালামাল ও তিনটি বসতবাড়ি আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে শেরপুর থেকে দমকল বিভাগের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ও মালামাল ভস্মীভূত হয়েছে।
জাবেদ ইলেকট্রনিক্সের মালিক মো. সালাউদ্দিন জাবেদ বলেন, “অগ্নিকাণ্ডে আমার বসতবাড়ি ও গোডাউনে থাকা ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওয়াজকুরুনি ট্রেডার্সের মালিক মো. মোজাফ্ফর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে আমার দোকানে থাকা ২০০ বস্তা চাল পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শেরপুর দমকল বিভাগের স্টেশন অফিসার মো. আজিজুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমার একটি টিম ২০ মিনিটে ঘটনাস্থলে যায় এবং আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে তদন্ত টিম গঠন করা হয়েছে।