অাকাশ জাতীয় ডেস্ক:
জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, বিকেলে একটি ইজিবাইক যাত্রী নিয়ে জামালপুর শহর থেকে চন্দ্রা এলাকায় যাচ্ছিল। ইজিবাইকটি চন্দ্রা রেললাইন অতিক্রম করার সময় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালক ও এর চার যাত্রী নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। হতাহত সবার বাড়ি জামালপুর শহরের চন্দ্রা ও কম্পোপুর এলাকায়।
নিহতরা হলেন ছানোয়ার হোসেন, আব্দুর রহিম, মীর হোসেন, ইন্তাজ আলী এবং হোসেন আলী। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ছালেহা বেগম, ঘুনু ও ফরিদুল হক। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ওসি নাসিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























