অাকাশ স্পোর্টস ডেস্ক:
এবার বিপিএলে থাকছে না বরিশাল বুলস। আর্থিক শর্ত না মানতে পারায় ফ্র্যাঞ্চাইজিটিকে টুর্নামেন্টের বাইরে রাখছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বরিশাল বাদ পড়ায় গত বারের মতো এবারও সাতটি দল খেলবে বিপিএলে। সিলেট আসছে নতুন মালিকানা ও নাম নিয়ে। অন্য ফ্র্যাঞ্চাইজির মতো বরিশাল দল গোছানো এখনো শুরু করেনি
এর আগে আট দলের জন্য আটজন আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেই বিপিএলের পঞ্চম আসরের প্রস্তুতি শুরু করেছিল আয়োজক বিসিবি। সেই আট আইকন ক্রিকেটারের একজন ছিলেন মুস্তাফিজুর রহমান, যেটি তরুণ ক্রিকেটারের প্রথমবারের মতো সেরা আট ক্রিকেটারের একজন হওয়ার ঘটনা।
আকাশ নিউজ ডেস্ক 
























