অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাশ্মিরে সহিংসতায় বুধবার তিন বিদ্রোহী ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এক খবরে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। এএফপি পুলিশ জানায়, এর দুইদিন আগে সৈন্যরা পাকিস্তান সীমান্তে পাঁচ বিদ্রোহীকে হত্যা করে।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল মুনির আহমেদ খান জানান, সশস্ত্র জঙ্গি তৎপরতার খবর পেয়ে সেনা বাহিনী ও পুলিশ আবাসিক এলাকার অদূরে অভিযান চালিয়ে তাদের হত্যা করে। তিনি বলেন, নিহত তিনজনই সেখানকার স্থানীয়।
আকাশ নিউজ ডেস্ক 
























