অাকাশ জাতীয় ডেস্ক:
মুন্সীগঞ্জের গজারিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার করিমখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের হাফেজ আহমদের মেয়ে নুশরাত (৪) ও একই গ্রামের মোবারক হোসেনের মেয়ে হাফসা (৪)।
নিহতদের স্বজনরা জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হওয়ার কিছুক্ষণ পর তারা নিখোঁজ হয়। তাদের কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে একজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় এক শিশু।
পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সুলতানা তাদের মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















