অাকাশ জাতীয় ডেস্ক:
মালয়েশিয়ায় পাড়ি দিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে যুবকের বাড়িতে এসে ২ রোহিঙ্গা আটক হয়েছেন পুলিশের হাতে। আটকরা হলেন আমানুল্লাহর স্ত্রী রোকেয়া খাতুন ও নূর আলমের স্ত্রী রহিমা খাতুন।
শুক্রবার বিকালে ভাঙ্গাবাড়ি মহল্লার বারুপুরের মোক্তেল হাসেনের ছেলে মানব পাচারকারী নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এর আগে বুধবার দিনাজপুর থেকে ওই দুই নারী অভিযুক্ত যুবকের বাড়িতে আসেন।
আটক দুই রোহিঙ্গা নারী জানান, গত বছরের আগস্টে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকায় আশ্রয় নেয়। কিছু দিন সেখানে থাকার পর পালিয়ে দিনাজপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেয়। পরে এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি মহল্লার বারুপুরের মোক্তেল হোসেনের ছেলে নজরুল ইসলাম তাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে বুধবার রাতে নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে এলাকার বেশ কয়েক জায়গায় বেড়াতে নিয়ে যায়। শুক্রবার সকালের দিকে এলাকায় জানাজানি হলে ওই বাড়িতে বহু লোকজন এসে ভির জমায়।
এ ব্যাপারে স্থানীয় হারুন অর রশিদ বলেন, নজরুল চিহ্নিত মানব পাচারকারী। সে অসহায় রোহিঙ্গা নারীদের দিয়ে অনৈতিক কাজ করানো, নাকি বিদেশে পাঠাতে এনেছিল তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে নজরুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশে নিষেধ করেন। এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























